বুধবার , ১৪ আগস্ট ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পর্তুগালে ঈদুল আজহা উদযাপন

Paris
আগস্ট ১৪, ২০১৯ ১:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালে ১১ আগস্ট উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।

ঈদ উদযাপন কমিটি লিসবন পর্তুগালের উদ্যোগে ঈদুল আযহার জামাতে শরিক হতে শহরের বিভিন্ন জোন থেকে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শুরুর আগে বয়ান করেন মার্তৃম-মুনিজ জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম মোল্লা। নামাজে ইমামতি করেন লিসবনের বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ।

নামাজ শেষে কাশ্মীরে নির্যাতিত মুসলিম ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। তাদের সঙ্গে আসা শিশুরাও পরস্পরের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন।

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী মাতৃম-মুনিজ পার্কে ঈদ জামাতে অংশনেন। ঈদ জামাত শেষে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক