মঙ্গলবার , ১৩ আগস্ট ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গরু কোরবানির সময় কসাইর হাত থেকে ছুরি ফসকে শিশুর মৃত্যু

Paris
আগস্ট ১৩, ২০১৯ ৭:৩১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাদারীপুরে গরু কোরবানির সময় অসাবধানবশত কসাইয়ের হাত থেকে ছুরি ছুঁটে গিয়ে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঈদের দিন সোমবার সকালে সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। মৌমিতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সকালে বাড়ির উঠোনে কসাই গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল। একপর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। গুরুতর জখম হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মৌমিতা।

পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সবুজ মিয়া জানান, বাড়ির লোকজন কোরবানির গরু জবাই করছে, পরে রগ কাটার সময় গরুটি দাপাদাপি করতেছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছোরা ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বলেন, মৌমিতার পেটের ভেতর থেকে ছুরির আঘাত ফুসফুস পর্যন্ত লেগেছে। হাসপাতালে আনার অনেক আগেই ওই শিশুটির মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা মৌমিতার লাশ বাড়িতে নিয়ে গেছে।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ - জাতীয়