রবিবার , ৪ আগস্ট ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

Paris
আগস্ট ৪, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি: ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে মেলার উদ্বোধন করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান। উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান ফিরোজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাঈন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ পাপিয়া রহমান মৌরি, উপজেলা প্রকৌশলী খালিলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার রুহুল আমিন, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তারের কর্মকর্তা, শিক্ষক ও চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বরেন্দ্র প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করেন সাংসদ মনসুর রহমান।

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর