শনিবার , ২৯ অক্টোবর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সব বাধা অপসারণ করা হবে : মেয়র সাঈদ খোকন

Paris
অক্টোবর ২৯, ২০১৬ ১১:৪৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘জনস্বার্থে যে সমস্ত কর্মকাণ্ড আমরা পরিচালনা করি তাতে যদি বাধার সৃষ্টি করা হয়, সমস্ত বাধা অপসারণ করে এ শহরের মানুষের চলাচলের পথ আমরা উন্মুক্ত করব।’

 

আজ শনিবার নগর ভবনে হকার উচ্ছেদ বিষয়ে কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়ের সময় মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।

 

গত বৃহস্পতিবার গুলিস্তানে হকার উচ্ছেদের সময় অস্ত্রধারীদের অপতৎপরতার কোনো দায় সিটি করপোরেশন নেবে না জানিয়ে মেয়র সাইদ খোকন বলেছেন, ‘আইন অমান্যকারী যেই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।’

 

মেয়র জানান, দুই হাজার ৫০৬ জন হকারের তালিকা করা হয়েছে। মহানগর নাট্যমঞ্চসংলগ্ন খালি জায়গায় তাদের পুনর্বাসন করে গুলিস্তান দখলমুক্ত করা হবে।

 

গত বৃহস্পতিবার গুলিস্তানের পাতালপথে অবৈধ হকারদের উঠিয়ে দিতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

মেয়র সাঈদ খোকন বলেন, ‘জনস্বার্থে যে আমাদের উদ্যোগ সেটা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, একই সঙ্গে প্রশ্নও উঠেছে। ঘটনাটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। কোনো ব্যক্তির দায়ভার কোনো প্রতিষ্ঠান কখনোই নেয় না, নেওয়ার সুযোগও নাই।’

 

এ ছাড়া হকারদের নগর ভবনের ভেতরে চলে আসাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র সাঈদ খোকন।

 

সভায় হকার পুনর্বাসন করে গুলিস্তান দখলমুক্ত করতে কাউন্সিলররা নিজেদের মতামত তুলে ধরেন।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়