শনিবার , ১৩ জুলাই ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইবি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদে অসঙ্গতি যাচাইয়ে তদন্ত কমিটি

Paris
জুলাই ১৩, ২০১৯ ১০:০১ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার দাখিলকৃত মুক্তিযোদ্ধার সনদে অসঙ্গতি ধরা পড়েছে। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। শনিবার রেজিস্ট্রার অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযুক্ত ওই কর্মকর্তা অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক মাহবুব হোসেন। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী ও উপ রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ রশিদুজ্জামান।

রেজিস্ট্রার দফতর সূত্র জানায়, অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক মাহবুব হোসেনের দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ (ম ১৬৪১৭৭) গেজেটে উল্লিখিত মুক্তিযোদ্ধা সনদে একাধিক নম্বর এবং মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পত্রের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারকে মাহবুব হোসেনের মুক্তিযোদ্ধার সনদ নেই মর্মে উল্লেখ করেছে। এছাড়া মুক্তিযোদ্ধা গেজেটে তার যে জন্ম তারিখ রয়েছে তার সাথে তার এসএসসি পরীক্ষার সনের সাথে বিস্তর অসংগতি রয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের জন্য দাখিলকৃত কাগজপত্রসহ অন্যান্য কাগজপত্রেও রয়েছে ব্যাপক অসঙ্গতি। ফলে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে যাথাশীঘ্রসম্ভব যাচাই বাছাই করে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

স/অ

সর্বশেষ - শিক্ষা