শুক্রবার , ৫ জুলাই ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঁচার আকুতি স্কুলছাত্রী চাঁদনির

Paris
জুলাই ৫, ২০১৯ ২:০১ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি
মেয়ের চিকিৎসা খরচ যোগাড় করতে গিয়ে সহায়-সম্বল বিক্রি করে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। তবুও হাল ছাড়েননি। মৃত্যু পথযাত্রী মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন অসহায় বাবা-মা। ফুসফুস ও হৃদ রোগে আক্রান্ত হয়ে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ইসরাত জাহান চাঁদনি (৯)।

সে নাটোরের বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নের খাটখইর গ্রামের দিনমজুর ইদ্রিস আলী ও গৃহিনী লতিফা বেগম দম্পতির মেয়ে। চাঁদনি উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মা লতিফা বেগম জানান, প্রায় ৫ বছর পূর্বে পায়ে ঘা ও জ্বর নিয়ে প্রথমে মেয়ের চিকিৎসা শুরু করেন। এরপর পায়ের মাংসে পচন ধরে। এর চিকিৎসা করাতে গিয়ে ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত হয় সে। দীর্ঘ ৫ বছর ধরে মেয়ের চিকিৎসার করাতে গিয়ে জমি-জমার সবটুকু বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবার। বাবা ইদ্রিস আলী দিনমজুরের কাজ করে কোন মতে ঔষুধ-পত্র ক্রয় করছেন।

বর্তমানে রাজশাহীর বারিন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আব্দুর রহিমের অধীনে চিকিৎসাধীন আছে চাঁদনি। উন্নত চিকিৎসার জন্য অসহায় বাবা-মা মেয়েকে ঢাকায় নিতে চান। কিন্তু চিকিৎসার ব্যয় জোগাড় করা তারা পরিবারে পক্ষে সম্ভব হচ্ছে না।

তাই শিশু চাঁদনিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চান পরিবার। নয়তো অর্থাভাবে বিনা চিকিৎসায় জীবন প্রদীপ নিভে যাবে চাঁদনির। চাঁদনিকে সাহায্য পাঠাতে তার বাবার মোবাইল নম্বর ও বিকাশ নম্বর ০১৭৪৩-২৭২৬৭৮ এ যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবার।

সর্বশেষ - রাজশাহীর খবর