বৃহস্পতিবার , ১৬ মে ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশ্বকাপে শক্তিশালী দল বাংলাদেশ: আইরিশ অধিনায়ক

Paris
মে ১৬, ২০১৯ ১০:১০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড বলেছেন, ‘বাংলাদেশ পুরো (ত্রিদেশীয়) সিরিজ জুড়েই দারুণ খেলেছে। বিশ্বকাপে তারা বেশ শক্তিশালী দল হিসেবেই যাবে।’

দলকে জেতাতে না পারায় ৯৪ রানের ইনিংস খেলা স্বাগতিক দলনেতা হতাশ। তিনি বলেন, ‘ব্যাট হাতে ক্রিজে সময় কাটানোটা দারুণ ছিল। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয়েছে তাই আমি হতাশ।’

আয়ারল্যান্ডের আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লড়বে বাংলাদেশ ও ওয়েস্টইন্ডিজ। এরপর দুই দেশই উড়াল দেবে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে।

তবে এর আগে আয়ারল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে।

বিশ্বকাপ খেলতে যাওয়া আফগানিস্তানের শক্তিমত্তা সম্পর্কে ধারণা আছে জানিয়ে আয়ারল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমরা আফগানিস্তানের সাথে প্রতি মৌসুমেই খেলি। তাই আমরা জানি তাদের কাছ থেকে কেমন ক্রিকেট দেখতে হতে পারে।’

প্রসঙ্গত, প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে হেরেছিল বাংলাদেশ। সিরিজে দুই দলের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। মূল খেলায় টানা তিন জয় নিয়ে ফাইনালে খেলবে বাংলাদেশ।

সর্বশেষ - খেলা