বুধবার , ১৯ অক্টোবর ২০১৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড: বর শ্রীঘরে

Paris
অক্টোবর ১৯, ২০১৬ ১:৫৫ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিবাহের প্রস্তুতির সময় অভিযান চালিয়ে বর রেজাউল ইসলাম (২৪) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোখলেছুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

 

দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম (২৪) পার্শ্ববর্তী নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে।

 

এ বিষয়ে নির্বাহী অফিসার মোখলেছুর রহমান সিল্কসিটি নিউজকে  জানান, মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামের বাবুর মেয়ে ছনিয়া খাতুন (১৭) সাথে পার্শ্ববর্তী নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আব্দুর রশিদ মন্ডলের পূত্র রেজাউল ইসলাম (২৪) সাথে বিবাহের প্রস্তুতি চলছিল। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে।

 

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর রেজাউল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

পরে বর রেজাউল ইসলামকে বুধবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর