বৃহস্পতিবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিক্ষক শামসুজ্জোহার প্রতিচ্ছবি মুছে ফেলায় প্রতিবাদ

Paris
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ মিনারের দেয়ালের পেছনে বেশ কয়েকদিন আগে শহীদ শিক্ষক ড. শামসুজ্জোহা ও সম্প্রতি ছাত্র ইউনিয়নের নিহত নেতা তপনের প্রতিচ্ছবি আঁকা হয়। কিন্তু আসন্ন মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনার চত্বরটি রঙ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিচ্ছবি দুটি মুছে ফেলে।

প্রশাসনের এ কর্মকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতাকর্মীরা এ ঘটনার প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তারা জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পেছনের দেয়ালটিতে প্রায় এক বছর আগে প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার প্রতিচ্ছবি আঁকা হয়েছিল। সপ্তাহখানেক তার পাশে ছাত্র ইউনিয়নের নিহত নেতা তপনের প্রতিচ্ছবি আঁকা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় তারা দেখেন, সেখানে দুইটি প্রতিচ্ছবিই মুছে ফেলা হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘এ ব্যাপারে অবগত হওয়ার পর দুইজন সহকারী প্রক্টরকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছিলাম। তারা জানান, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখার নিয়োজিত কর্মীরা প্রতিচ্ছবি দুটি মুছে ফেলেছে।’

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শাকিলা খাতুন, সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মোহন্ত, সহ-সম্পাদক তানিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আনাম, প্রচার সম্পাদক শেখ নুরুদ্দিন আবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক তন্ময় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর