সিল্কসিটিনিউজ ডেস্ক:
ব্রাজিলের পূর্বাঞ্চলে একটি খনির বাঁধ ধসে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরো প্রায় দুইশ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রাজিলের মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত।
ঘটনার পর দ্রুত অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বৃদ্ধির পাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।