সোমবার , ৭ জানুয়ারি ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিমানে যাত্রী বলতে একমাত্র তিনিই!

Paris
জানুয়ারি ৭, ২০১৯ ৬:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দাভাও থেকে ম্যানিলাগামী ফিলিপাইন্স এয়ারলাইন্সের বিমান পিআর ২৮১০-তে উঠেন ফিলিপাইন্সের নারী যাত্রী লুইজা এরিপসে। বিমানে উঠে তিনি কাউকেই দেখতে না পেয়ে হতভম্ব হয়ে যান। প্রথমে তিন ঘাবড়ে গেলেও, বিমানকর্মীরা তাকে জানান বিমানযাত্রা বাতিল করা হচ্ছে না।

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, বড়দিনে এমন ঘটনা ঘটে। যা তাকে স্বরণীয় করে রাখে। আর পুরো যাত্রার অভিজ্ঞতার বিবরণ লুইজা শেয়ার করেছেন ফেসবুকে। শুধু তাই নয়, বিমানে রীতিমতো সেলিব্রিটির মর্যাদাও পান ওই নারী।

বিমানে তিনি বেশকিছু ছবি তোলেন। তাতে দেখা যায়, পেছনের সারি বেঁধে খালি বিমানের সিট। বিমানের কর্মীরাও তার সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

যাত্রীসংখ্যা কম হলে, সাধারণত আর্থিক ক্ষতির কারণে সেই বিমানটি বাতিল করা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে তা হওয়ায়, ফিলিপিন্স এয়ারলাইন্সকে ধন্যবাদ জানাতেও ভোলেননি লুইজা।

 

 

সর্বশেষ - আন্তর্জাতিক