রবিবার , ২ অক্টোবর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্রিটেনের ইইউ ত্যাগের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী বছরের মার্চে, বললেন টেরেসা মে

Paris
অক্টোবর ২, ২০১৬ ৮:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী বছরের মার্চ মাস নাগাদ ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে, বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ।

 

কনসারভেটিভ পার্টির নেতা হিসেবে তার প্রথম সম্মেলনের আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

এখন থেকে ৪৩ বছর আগে যে আইনের বলে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হয়েছিল – এই সম্মেলনে টেরেসা মে সেই আইনটি বাতিলের পরিকল্পনা উত্থাপন করবেন।

 

এ জন্য ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের ইচ্ছা প্রকাশ করে লিসবন চুক্তির ৫০ ধারা সক্রিয় করতে হবে, এবং এর পর বর্তী দু’ বছরের মধ্যে ইইউ ত্যাগের প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ছাড়া ১৯৭২ সালের ইউরোপিয়ান কমিউনিটিজ এ্যাক্ট নামের আরেকটি আইনও বিলুপ্ত করা হবে বলে জানান টেরেসা মে।

_91489975__91444758_b95791e9-cda2-4a2c-bd59-68c462d99f6c

টেরেসা মে’র কথায়, এটি হবে ব্রিটেনের জন্য আবার ‘সার্বভৌম এবং স্বাধীন’ হয়ে ওঠার প্রক্রিয়ার প্রথম ধাপ, তবে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ না করা পর্যন্ত এগুলো কার্যকর হবে না।

 

তিনি আরো বলেন, নতুন যে আইন হবে তাতে ব্রিটেনের নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর হাতে ক্ষমতা ও কর্তৃত্ব ফিরে আসবে।

 

এ বছর ২৩শে জুন অনুষ্ঠিত এক গণভোটে ব্রিটেনের ভোটারদের সংখ্যাগরিষ্ঠ অংশ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় দেন।

 

এর পরই তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - আন্তর্জাতিক