সিল্কসিটিনিউজ ডেস্ক:
চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট দুটি ভূমিধসে অন্ততপক্ষে ৩২ জন নিখোঁজ হয়েছেন।
বিবিসি বলছে, শুধু সুইচ্যাং কাউন্টির সুকুন গ্রামেই বেশ কয়েকটি বাড়ি ভেসে গিয়ে ২৬ জন নিখোঁজ হয়েছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে।
সিনহুয়া সংবাদ সংস্থার দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে বিপুল পরিমান মাটি পানির তোড়ে নিচের দিকে নেমে আসছে। এই ভূমিধস থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
সিনহুয়া জানিয়েছে, ওয়েনচ্যাং কাউন্টির বাওফেং-এ ছয় ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
টাইফুন মেগির প্রভাবে অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হয়েছে।
চলতি সপ্তার শুরুর দিকে টাইফুন মেগি পূর্ণশক্তি নিয়ে তাইওয়ানে আঘাত হানলে চারজনের মৃত্যু হয়ে এবং ৬২৫ জন আহত হন। আর এরপরই মেগি চীনের মূল ভূখণ্ডে গিয়ে আঘাত হানে।
ফুজিয়ানে এই টাইফুনের আঘাতে অন্ততপক্ষে একজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রবল বন্যা সৃষ্টির হওয়ার কারণে প্রায় ১০ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সূত্র: বিডি নিউজ