মঙ্গলবার , ১২ জুলাই ২০১৬ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জেএমবি সম্পৃক্তার অভিযোগে বাগমারায় শিক্ষক আটক

Paris
জুলাই ১২, ২০১৬ ৫:৪৮ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি’র) সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আব্দুস সাত্তার (৫০) নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে নিজ বাড়ি সাঁকোয়া গ্রাম থেকে বাগমারা থানার পুলিশ তাকে আটক করে।

 
থানা সূত্রে জানা গেছে, ২০০৪ সালে বাগমারা ও তার পাশ্ববর্তী নওগাঁর আত্রাই, রানীনগরসহ এলাকায় সর্বহারা দমনের নামে জেএমবি’র শীর্ষ নেতা প্রয়াত সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অভিযানের সময় যাত্রগাছি মাদ্রাসার বিএসসি শিক্ষক আব্দুস সাত্তার জেএমবি’র সাথে যোগ দিয়ে এলাকার লোজনকে নির্যাতন করেন। জেএমবি’র শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই পরে এলাকায় বির্তকিত হলে ওই সংগঠন থেকে তিনি বাদ পড়েন। তবে তার বিরুদ্ধে জঙ্গি সংগঠনের অভিযোগ থাকায় দেশব্যাপী জঙ্গি দমন অভিযানের অংশ হিসেবে আজ ভোরে থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া নিজ বাড়ী থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। আটকের পর আজই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

স/মি

সর্বশেষ - সব খবর