সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশের ২৫টি জেলার পাবলিক লাইব্রেরিতে শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর আয়োজন শুরু করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল।
শিক্ষার্থীদের এই প্রোগ্রামিং শেখানোর কর্মশালায় রাসবেরি পাই নির্ভর সাশ্রয়ী মূল্যের বিশেষ কম্পিউটার কানো ও মাইক্রোবিট ব্যবহার করা হবে। আর পুরো এই কার্যক্রমে একাডেমিক সহায়তা দেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
বৃহস্পতিবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্বারক সই হয়েছে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর এন্দ্রু নিউটন এবং বিডিওএসএনের সহ-সভাপতি ড. লাফিফা জামাল এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে লাইব্রেরি আনলিমিটেড ও আয়োজন সম্পর্কে প্রকল্পের মডেল তুলে ধরেন লাইব্রেরি ও আইসিটি ম্যানেজার তামিম মোস্তফা।
তিনি জানান, বিল-মেলিন্দা গেটস ফাউন্ডেশনের সহায়তায় দেশের পাবলিক লাইব্রেরিকে আরও আধুনিকায়ন করা, সবার জন্য তথ্য পাওয়া এবং জ্ঞান অর্জনের সুযোগ বৃদ্ধি করার জন্য এই প্রকল্প চালু হয়েছে। এতে ৩০টি আদর্শ লাইব্রেরি ও একটি ই-লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে এবং আরো ৩৯টি লাইব্রেরিতে সেবার মান উন্নয়ন করবে ব্রিটিশ কাউন্সিল।
ইতোমধ্যে সরকারের গণগ্রন্থাগার অধিদপ্তরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ শুরু হয়েছে। তাতে ২৫টি লাইব্রেরি নির্বাচন করে বিশেষ কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং শেখানো হবে।
প্রকল্পে একাডেমিক ও ভলান্টিয়ার সাপোর্ট প্রদান করবে বিডিওএসএন। বিডিওএসএনের কেন্দ্রীয় এবং আঞ্চলিক স্বেচ্ছাসেবক দল এই জেলাগুলোতে শিক্ষার্থীদের কানো কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং শিখতে পাবলিক লাইব্রেরিগুলোতে বিভিন্ন কর্মশালা পরিচালনা করবে ক্রমান্বয়ে। এছাড়া এ সংক্রান্ত ইংরেজি নির্দেশিকাগুলো বাংলাতে রূপান্তরের কাজে সহায়তা করবে।
মোস্তফা তামিম গত ৪ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে আয়োজিত প্রথম পাইলট কর্মশালার অভিজ্ঞতা তুলে ধরেন। সেদিন প্রায় ১৬০ জন শিক্ষার্থী কর্মশালাতে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম, গ্রামীণফোনের কর্পোরেট ব্যবসার উপ-পরিচালক নাসের ইউসুফ, ব্রিটিশ কাউন্সিলের লাইব্ররি আনলিমিটেডের টেকনিক্যাল লিড ড. টিমোথি গ্রিন, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, সহ-সম্পাদক নুরুন্নবী চৌধুরীসহ প্রমূখ।
২৬ সেপ্টেম্বর ঢাকা পাবলিক লাইব্রেরির কর্মশালার মাধ্যমে এর সূচনা হবে।