বৃহস্পতিবার , ২০ সেপ্টেম্বর ২০১৮ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ফিরলেন মুমিনুল

Paris
সেপ্টেম্বর ২০, ২০১৮ ৭:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এশিয়া কাপে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। দুটি দল আগেই সুপার ফোর নিশ্চিত করায় এ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। বাংলাদেশ দলে তাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট

সুপার ফোরের চার দলের মধ্যে বাংলাদেশের জায়গা নিশ্চিত হয়েছে আগেই। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটা তাই ‘ডেড রাবার’। স্বাভাবিকভাবেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম পাওয়ার কথা। পাঁজরে চোট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিকুর রহিম বিশ্রাম পেয়েছেন এ ম্যাচে। তাঁর জায়গায় দলে একাদশে সুযোগ পেয়েছেন মুমিনুল হক। প্রায় সাড়ে তিন বছর পর দেশের হয়ে ওয়ানডে খেলার সুযোগ পেলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন তামিম ইকবাল। এই ওপেনারের জায়গায় আজ ওয়ানডেতে অভিষিক্ত হতে যাচ্ছেন আরেক বাঁ হাতি—নাজমুল হোসেন। এ ছাড়া পেসার মোস্তাফিজুর রহমানও বিশ্রাম পেয়েছেন এ ম্যাচে। আবু হায়দার রনি সুযোগ পেয়েছেন মোস্তাফিজের জায়গায়। বাঁ হাতি এই পেসারও এ ম্যাচ দিয়ে অভিষিক্ত হবেন ওয়ানডে সংস্করণে। সব মিলিয়ে দলে মোট তিনটি পরিবর্তন নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও আবু হায়দার রনি।

 

সর্বশেষ - খেলা