বৃহস্পতিবার , ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

৯৯৯ এ অভিযোগ, বাগাতিপাড়ায় আট জুয়াড়িকে দণ্ড

Paris
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ৫:০৬ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ট্রিপল নাইনে (৯৯৯) কল পেয়ে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার সান্ন্যাল পাড়া থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতে তাদের দণ্ড দেওয়া হয়।

থানার এস আই খাইরুল ইসলাম জানান, বুধবার রাতে অজ্ঞাত ব্যাক্তি ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করে সান্ন্যালপাড়ার বিভিন্ন মোড়ে জুয়া খেলার অভিযোগ করে। বিষয়টি তাৎক্ষনিক সেবা কেন্দ্র থেকে থানাকে জানানো হয়। দ্রুত সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলো, শাহাবাজ আলীর ছেলে শামীম , আব্দুল মোল্লার ছেলে সিরাজুল ইসলাম, মুনছুর আলী মন্ডলের ছেলে রবিউল ইসলাম, মৃত আহাদ আলী সরকারের ছেলে ফজলু সরদার, সুরমান আলী শেখের ছেলে মানিক আলী, ইয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে ঝন্টু, মৃত শমসের শেখের ছেলে ভুট্টু ও রহম আলী শেখের ছেলে আঃ রাজ্জাক। এরা সবাই উপজেলার সান্ন্যালপাড়া গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার সকালে আটকদের ইউএনও নাসরিন বানুর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে দুইশ’ টাকা করে অর্থদণ্ড দেন।

ইউএনও নাসরিন বানু বলেন, জুয়া খেলার অভিযোগে তাদের অর্থ দন্ডাদেশ দেওয়া হয়েছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর