বৃহস্পতিবার , ৬ সেপ্টেম্বর ২০১৮ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘার পদ্মায় কাঠ বোঝায় নৌকা নিখোঁজ: মাঝিসহ ৭ জন উদ্ধার

Paris
সেপ্টেম্বর ৬, ২০১৮ ৫:৪৭ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘার পদ্মায় কাঠ বোঝায় নৌকা নিখোঁজ হয়েছে। ঘটনার দুই ঘন্টা পর মাঝিসহ ৭ জন শ্রমিককে জীবীত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পদ্মার লক্ষীনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বাঘা উপজেলার পদ্মার লক্ষীনগর চর থেকে নৌকার মাঝি ময়েন উদ্দিন কাঠ বোঝায় করে ৭ জন শ্রমিককে নিয়ে বিলমাড়িয়ায় আসছিলেন। এ সময় নৌকা লক্ষীনগর এলাকায় থেকে কিছুদুর যাওয়ার পর প্রবল স্রোত ও ঢেউ এর কবলে পড়ে ডুবে যায়। এতে কাঠ বোঝায় নৌকাটি নিখোঁজ রয়েছে। তবে ঘটনার দুই ঘন্টা পর দুই কিলোমিটার দুরে গিয়ে মাঝি ময়েন উদ্দিনসহ ৭ শ্রমিক সাঁতরে কিনারে উঠেছে। এতে নৌকা ও কাঠসহ মাঝির ক্ষতি হয়েছে প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গেছে।

নৌকার মাঝি ময়েন উদ্দিন লালপুর উপজেলার হায়াতুল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর