রবিবার , ২ সেপ্টেম্বর ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হুয়াওয়ে পি২০ সিরিজ বিক্রি হয়েছে ১ কোটি ইউনিট

Paris
সেপ্টেম্বর ২, ২০১৮ ৬:৪৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের ফোন নির্মাতা কোম্পানি হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ পি২০ প্রো ও পি২০ ফোন বিক্রিতে ১ কোটির মাইলফলক অতিক্রম করেছে। ফোন দুটি গত মার্চে বাজারে আসে।

ফোনটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পশ্চিম ইউরোপ ও চীনের বাজারে। এছাড়াও, মেট ১০ সিরিজের স্মার্টফোনগুলোর বিক্রিও এক কোটি অতিক্রম করেছে। রোববার এ তথ্য জানায় হুয়াওয়ে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অব হ্যান্ডসেট বিজনেস কেভিন হো বলেছেন, ১০ মিলিয়নের মাইলফলক ছুঁয়ে নিজেদের মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেলাম।

এর আগে ইউরোপিয়ান ইমেজ ও সাউন্ড অ্যাসোসিয়েশন (ইআইএস) হুয়াওয়ে পি২০ প্রোকে ২০১৮-২০১৯ সালের সেরা ফোন ঘোষণা করে।

এছাড়াও, ক্যামেরার ইমেজ কোয়ালিটি পরিমাপের ওয়েবসাইট ডিএক্সওমার্কের বিচারে হুয়াওয়ে পি২০ প্রো পায় ১০৯। ডিএক্সওমার্কের ইতিহাসে এটাই কোনো স্মার্টফোনের জন্য ছিলো সর্বোচ্চ নম্বর। এর আগে কোনো ফোনই তিন সংখ্যার ঘরে নম্বর পায়নি। হুয়াওয়ে পি২০ রয়েছে তৃতীয় অবস্থানে। ফোনটি পেয়েছে ১০২।

গত জালাইয়ে হুয়াওয়ে জানায়, এ বছর সারা বিশ্বে তারা ১০ কোটি ইউনিট ফোন সরবরাহ করেছে। আগামী মাসের ১৬ তারিখ লন্ডনের এক ইভেন্টে উন্মোচন করা হবে মেট ২০ ও মেট ২০ প্রো। এরই ধারাবাহিকতায় সবচেয়ে সফল বছর পার করার স্বপ্ন দেখছে প্রতিষ্ঠানটি।

গ্যাজেটস ৩৬০ ডিগ্রি অবলম্বনে

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি