শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০১৬ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাব্বির-ইমরুলদের ২৩৪ টার্গেট দিল আফগানরা

Paris
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ২:২৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

রোববার তিন ম্যাচ ওয়ানডের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের পরখ করে নিতে আজ মাঠে নেমেছে দু’দলের খেলোয়াড়রা। প্রস্তুতি ম্যাচে আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে বিসিবি একাদশকে ২৩৪ রানের টার্গেট দিয়েছে আফগানরা।

 

ফতুল্লায় সকালে টস জিতলেও আফগানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে না পারলেও মিডলঅর্ডারে দারুণ বোঝাপড়ায় লড়াকু পুঁজি পেয়েছে আফগানিস্তান।

 

আফগানিস্তান ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ এসেছে  হাসমতউল্লাহ শাইদির ব্যাট হতে। ৯৬ বল মোকাবেলায় ৪ বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারীতে ৬৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন মিরওয়েজ আশরাফ। এছাড়া দলীয় অধিনায়ক আসগর স্টানিকজাই ৩১ ও রশিদ খান ৩০ রান করেন।তবে বিসিবি একাদশের বোলার আলাউদ্দিন বাবু ও মেহেদী হাসান মিরাজদের বোলিং নৈপুণ্যে রান পাহাড়ের দিকে এগুতো পারেনি সফরকারীরা। শেষপর্যন্ত ৪৯.২ ওভারে ২৩৩ রান তুলে অলআউট হয়ে যায় দলটি।

 

বল হাতে বিসিবি একাদশের হয়ে আলাউদ্দিন বাবু ও মেহেদী হাসান মিরাজ ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া আবু হায়দার রনি শুভাশিস রায় ২টি করে উইকেট লাভ করেন।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা