সোমবার , ২৭ আগস্ট ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নতুন আইফোনে থাকছে ওএলইডি ডিসপ্লে

Paris
আগস্ট ২৭, ২০১৮ ৯:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী মাসে উন্মোচন হবে নতুন আইফোন। এ নিয়ে অনলাইনে চলছে নানা গুঞ্জন।

এবার জানা গেল আইফোনের নতুন সংস্করণে থাকবে ওএলইডি ডিসপ্লে। আইপ্যাডের জন্য তৈরি অ্যাপল পেন্সিলও নতুন আইফোনে ব্যবহার করা যাবে।

ওএলইডি ডিসপ্লে ব্যবহারের ফলে ফোনের দাম কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কেননা ওএলইডি  ডিসপ্লের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি।

এবার তিনটি নতুন আইফোন উন্মোচন করবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সব কিছু ঠিক থাকলে চলতি বছর সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে নতুন আইফোনগুলোর ঘোষণা দেবে।

বিন গেস্কিনের আরেকটি টুইটে আইফোনের তিনটি ফ্রন্ট গ্লাস প্যানেলের ছবি প্রকাশ পায়। ছবিতে জানা যায়, তিন আইফোনের ডিসপ্লের সাইজ হতে পারে ৫ দশমিক ৮ ইঞ্চি, ৬ দশমিক ১ ইঞ্চি ও ৬ দশমিক ৫ ইঞ্চি।

দামী সংস্করণের পাশাপাশি কম মূল্যের বিশেষ আইফোন আনতে পারে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, বড় ডিসপ্লের আইফোন ১০ প্লাস সংস্করণের মূল্য হতে পারে ৯৯৯ মার্কিন ডলার। পরের দুটো সংস্করণের মূল্য হতে পারে যথাক্রমে ৮৯৯ ও ৭৯৯ মার্কিন ডলার।

সিনেট অবলম্বনে 

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি