বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Paris
সেপ্টেম্বর ২২, ২০১৬ ১১:২৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সড়ক দুর্ঘটনার পর বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

 

বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ জানান, বুধবার দুপুরে দক্ষিণ সুরমার ফরিদপুর নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় দুজন নিহত হন। এ ঘটনার পর স্থানীয়রা ওই বাস ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।

 

এর প্রতিবাদে ক্ষতিপূরণ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার রাতে সংগঠনের জরুরি সভা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়। আজ সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

প্রসঙ্গত, গতকাল বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার ফরিদপুর নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় স্থানীয় এক ইউপি সদস্যসহ দুজন নিহত হন।

 

 

 

সূত্র : রাইজিংবিডি

 

সর্বশেষ - জাতীয়