রবিবার , ২২ জুলাই ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয়পুরহাটে পুলিশি বাধার মুখে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Paris
জুলাই ২২, ২০১৮ ১০:৫১ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে জেলা সেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটায় সুচিকিৎসা, কারামুক্তি ও সারাদেশে বিএনপির নেতা কর্মীদের মুক্তির দাবিতে মিছিল বের করে জেলা সেচ্ছাসেবক দল।
রোববার বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে তৃপ্তির মোড়ে এলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায় বলে দাবি জেলা সেচ্ছাসেবক দলের নেতাদের। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়।

জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলু সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ শামছুল হক, ফজলু রহমান, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুদ রানা প্রধান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল, সহ-সভাপতি ছামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান, শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, কারাগারে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। অথচ তার চিকিৎসা নিয়ে সরকার তালবাহানা করছে। অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারাদেশে বিএনপির সকল নেতা-কর্মীর মুক্তি না দিলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে দাবি করেন। তারেক রহমান যখন আন্দোলনের ডাক দিবেন তখন বিএনপি নেতা কমীৃরা সেই আন্দোলনে ঝাপিয়ে পড়বে, তখন পুলিশ দিয়ে বাধা দিয়ে কোন লাভ হবেনা। সিটি কর্পেরশনে ভোট জালিয়াতির জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে। বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলার জনগন প্রহসনের নির্বাচন রুখে দেবে বলেও হুশিয়ারি দেন তারা।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর