মঙ্গলবার , ৩ জুলাই ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ

Paris
জুলাই ৩, ২০১৮ ১০:৪৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জ বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি ও শাহজাদপুর পরিবহন মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) সকাল থেকেই সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর ও পাবনার
উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। একইসঙ্গে পাবনা থেকে ঢাকা, সিরাজগঞ্জ ও বগুড়া রুটেও বাস চলাচল করছে না। তবে ঢাকা-পাবনা রুটের দূরপাল্লার বাসগুলো বিকল্প পথে চলাচল করছে।

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী  জানান, রমজান মাসের শুরু থেকে রাজশাহী রুটে চেইন ছাড়াই দু’টি বাস ছাড়ে শাহজাদপুর মালিক সমিতি। ঈদের আগে আমরা বিষয়টি মেনে নিয়েছিলাম। কিন্তু ঈদ পার হওয়ার পর ধীরে ধীরে তারা আরও গাড়ি দেয় এ রুটে। এ নিয়ে দুই সমিতির দ্বন্দ্বের জেরে ধরে দু’দিন আগে জেনিন পরিবহন নামে একটি বাস আটকে রেখেছে শাহজাদপুর মালিক সমিতি। এসব কিছুর প্রতিবাদে আমরা শাহজাদপুরে রুটে কোনো গাড়ি দিচ্ছি না, তাদের গাড়িও আসতে দেওয়া হচ্ছে না।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুই সমিতির দ্বন্দ্বের কারণে বাস শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে পাবনার সঙ্গে ঢাকা-বগুড়ার বাস চলাচলও করতে দেওয়া হচ্ছে না। তবে বিকল্প রাস্তায় পাবনা-ঢাকার কিছু দূরপাল্লার বাস চলছে।

 

বাংলানিউজ

সর্বশেষ - জাতীয়