বুধবার , ২০ জুন ২০১৮ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বড়াইগ্রামে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় হাত-পা বাঁধা যুবক উদ্ধার

Paris
জুন ২০, ২০১৮ ৯:০২ অপরাহ্ণ

বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকায় রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় হাত-পা বাঁধা এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে ওই যুবকের নাম হাবিবুর রহমান (২৮)। সে উপজেলার মনপিরীত গ্রামের বজলুর রহমান প্রামাণিকের ছেলে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম জানান, বুধবার সকালে পথচারীরা মালিপাড়া আফতাব ফিড মিলের সীমানা প্রাচীরের পাশে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। এ সময় তার শরীরে কোনো কাপড়চোপড় ছিল না এবং বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া যায়। স্থানীয়রা তাকে কাপড় পড়িয়ে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।

খবর পেয়ে বিভিন্ন লোকজন দেখতে এসে তাকে চিনতে পেরে বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন জানান, কে বা কারা তাকে মারধর করে এ অবস্থায় ফেলে রেখে গেছে তা তারা জানেন না। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর