বৃহস্পতিবার , ১৪ জুন ২০১৮ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কাঁটা দিয়ে কাঁটা তুললো বাংলাদেশ!

Paris
জুন ১৪, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

ইতিহাস গড়ে এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফাইনালে সালমা-রুমানাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত। ছয় বারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ট্রফি ঘরে তোলে বাংলাদেশ।

বাংলাদেশের এই জয়ের পেছনে অন্যতম ভূমিকা এক ভারতীয় নারীর। তিনি হলেন, জাতীয় নারী ক্রিকেট দলের কোচ অঞ্জু জৈন।

গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরটি অবশ্যই ভুলে যেতে চাইবে টাইগ্রেসরা। ৫ ম্যাচের ওয়ানডে আর ৩ ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরার পর কোচ ডেভিড চ্যাপেলের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি বিসিবি। তার জায়গায় দায়িত্ব দেয়া হয় অঞ্জু জৈনকে। ২১ মে টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ আগে বাংলাদেশ নরী দলের দায়িত্ব নেন অঞ্জু। এশিয়া কাপই ছিল তার প্রথম মিশন। যেখানে সবাইকে চমকে দেয় বাংলাদেশ।

আন্তর্জাতিক মঞ্চে বলার মতো এটাই বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য। শারমিন সুলতানা, আয়েশা রহমান, সালমা, জাহানারা, রুমানা আহমেদের এমন সাফল্যের রসায়ন কী?

ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান অঞ্জু জৈন ৮টি টেস্ট এবং ৬৫টি একদিনের ম্যাচ খেলেছেন। কিন্তু এত কম সময়ের মধ্যে কীভাবে এল এই সাফল্য?  সংবাদমাধ্যমকে অঞ্জু জৈন বলেন, ‘বাংলাদেশের কোচের দায়িত্ব নেওয়ার পরের কাজটা ছিল দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো। দল কিছুটা খারাপ অবস্থার মধ্যে ছিল। আমি কেবল তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি মাত্র।’

‘এটা দল এবং ব্যক্তিগতভাবে আমার জন্য বড় একটা বিষয়। দল দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর আমি প্রয়োজনীয় জায়গাগুলোতে মনোযোগ দেয়ার চেষ্টা করেছি।’

 

সময়

সর্বশেষ - খেলা