মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এলজি ভি২০ স্মার্টফোনে যা থাকছে!

Paris
সেপ্টেম্বর ৬, ২০১৬ ১১:১১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
মঙ্গলবার সানফ্রান্সিসকোতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে এলজির পরবর্তী স্মার্টফোন ভি২০। প্রথম থেকেই এবং প্রথম ডিভাইস হিসেবে এতে অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম থাকছে। স্মার্টফোনটিতে আর কি থাকছে তা উন্মোচনের একদিন আগেই ফাঁস হয়েছে।

 

যদিও গত কয়েকমাস ধরেই এলজি ভি২০ এর ভিন্ন ভিন্ন তথ্য ও ছবি ফাঁস হয়েছে। সর্বশেষ একটি প্রোমো ভিডিও ফাঁস হয়।

 

সর্বশেষ ফাঁস হওয়া তথ্যমতে, ডিভাইসটিতে ৫.৭ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, পিছনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ভালোমানের পারফরমেন্সের জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম ও ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

 

৩২ ও ৬৪ গিগাবাইট মেমরি নিয়ে আসতে যাওয়া স্মার্টফোনটিতে প্রধান ডিসপ্লের নিচে একটি সেকেন্ডারি ডিসপ্লেও থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে আরেকটি সূত্র বলছে ৬ গিগাবাইট র‍্যাম নিয়ে ১২৮ গিগাবাইট মেমরির আরেকটি সংস্করণও উন্মোচন করা হতে পারে। এছাড়া বাড়তি মেমরি ব্যবহারের সুযোগতো থাকছেই।

 

সেলফি তোলার জন্য সামনে ৮ মেগাপিক্সেলের ডুয়ো ক্যামেরা থাকছে। তবে এসব সবই গুজব। সত্যিকার অর্থে কি থাকছে তা দেখা যাবে কয়েক ঘন্টা পরেই।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি