বৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হঠাৎ মিরপুর স্টেডিয়ামে মাশরাফি-সাকিবদের বৈঠক

Paris
মার্চ ২৯, ২০১৮ ৯:১০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুপুর ১২টার দিকে সবার আগে মিরপুরে আসেন আবাহনী লিমিটেডের মোহাম্মদ মিঠুন। এর কিছুক্ষন পর লিগের আরও বেশ কিছু খেলোয়াড় ঢুকলেন। ঘণ্টাখানেক পর আসলেন মুশফিকুর রহীম। এরপর সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহরাও ঢুকলেন। প্রায় শেষ দিকে আসলেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সবাই চলে গেলেন জিমনেশিয়ামে। দ্বাররক্ষীকে বলে গেলেন ক্রিকেটার ছাড়া কেউ যেন ঢুকতে না পারেন। ভেতরে আলোচনায় বসলেন তারা। ঘণ্টাখানেক যেতে মাঝ পথে তাদের সঙ্গে যোগ দিলেন মুমিনুল হক। ছিলেন ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির রহমানও।

হঠাৎ ক্রিকেটারদের এ সভা কিসের জন্য? গুঞ্জন চারদিকে। জিমনেশিয়ামের বাইরে তখন দাঁড়িয়ে প্রায় জনা ত্রিশ সংবাদকর্মী। একে একে সব খেলোয়াড়ের কাছে জানতে চাওয়া হয় কেন হঠাৎ এ রুদ্ধদ্বার সভা। সবার মুখেই কুলূপ। এমনকি লিগ কিংবা জাতীয় দল নিয়ে কথা বলতে চাইলেও এড়িয়ে যান তারা। হাসতে হাসতে দুই একজন বললেন, এখন কিছু বলবো না। বললেই তো জিজ্ঞাসা করবেন কি নিয়ে ভেতরে আলোচনা হলো।।

তবে ধারণা করা হচ্ছে খেলোয়াড়দের দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়েছে। চলতি প্রিমিয়ার লিগ শেষের পথে থাকলেও এখনও অধিকাংশ দলই খেলোয়াড়দের পাওনা ঠিকভাবে দেয়নি। এমনিতেই প্লেয়ার্স ড্রাফট নিয়মে প্রত্যাশার চেয়ে অর্ধেকেরও কম পারিশ্রমিকে খেলছেন তারা। কথা ছিলো লিগ শুরুর আগে ৫০%, মাঝে ২৫% এবং শেষে বাকি ২৫% পাওনা বুঝে পাবেন। কিন্তু জানা গেছে এলজি শেষের পথে থাকলেও অনেক খেলোয়াড় ২৫% পাওনাও পাননি। সেটা নিয়েই আলোচনা হয় খেলোয়াড়দের মধ্যে।

সর্বশেষ - খেলা