বৃহস্পতিবার , ৮ মার্চ ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লাকসামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Paris
মার্চ ৮, ২০১৮ ৫:৪৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুমিল্লার লাকসামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রীনা বেগম (২২) ফুলগাঁও গ্রামের আবু তাহেরের মেয়ে।

নিহত রীনার বড় ভাই মিজানুর রহমান জানান, দুই বছর আগে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার হাজীপুরা গ্রামের রেজাউল করিমের সঙ্গে রীনার বিয়ে হয়েছিল। বিয়ের এক বছর পর তাদের বিচ্ছেদ হয়। সেই সময় থেকেই তিনি বাবার বাড়িতেই বসবাস করছেন।

বুধবার বিকালে পরিবারের লোকজন একটি বিয়ের অনুষ্ঠান থেকে এসে ঘরের দরজা খুলতে রীনা বেগমকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

লাকসাম থানার এসআই মোবারক হোসেন জানান, লাশ উদ্ধারের সময় ঘরে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে অজ্ঞাত এক ছেলেকে ভালোবাসার কথা উল্লেখ করে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে চিরকুটটি লিখে যান। রীনা কাকে ভালোবাসে এমন কোনো নাম-ঠিকানা চিরকুটে উল্লেখ করেননি। পরিবারের কেউই এ বিষয়টি জানেন না। তদন্তসাপেক্ষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে বলেও জানান এসআই।

সূত্র: যুগান্তর

 

সর্বশেষ - জাতীয়