সিল্কসিটিনিউজ ডেস্ক:
সত্যিই ভোডাফোন এই প্রোজেক্টে সফল হলে তা নিঃসন্দেহে টেকনোলজির জগতে এক যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হবে।
১৯৬৯ সালে চাঁদের মাটিতে প্রথম পা পড়েছিল মানুষের। আর তার ঠিক পঞ্চাশ বছর পরে, ২০১৯ সালে চাঁদের মাটিতেই মিলবে ভোডাফোনের নেটওয়ার্ক! কেননা, ততদিনে চাঁদের মাটিতে মোবাইল টাওয়ার বসানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে!
ইউএসএ টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভোডাফোন জার্মানি ও নোকিয়া এক সঙ্গে কাজ করবে এই প্রোজেক্টে। কাজ সম্পূর্ণ হলে চাঁদের মাটিতে মিলবে ৪জি নেটওযার্ক।
জার্মানির বেসরকারি মহাকাশ অভিযান সংস্থা পিটি সায়েন্টিস্টস যে চন্দ্রাভিযান চালাতে চায়, সেই অভিযানকে সাহায্য করতেই ভোডাফোন ও নোকিয়ার এই পরিকল্পনা বলে জানাচ্ছে ওই প্রতিবেদন।
ওই সংস্থার নির্মাতা ও কর্ণধার রবার্ট বোহমে জানিয়েছেন, ‘‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পৃথিবীর বাইরেও মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের পৃথিবীর বাইরেও পরিকাঠামো আরও উন্নত করতেই হবে।’’
এই প্রোজেক্টে নোকিয়া ও ভোডাফোন ছাড়াও যুক্ত হয়েছে অডি সংস্থাও। ৪জি পরিষেবা চালু হলে চাঁদের মাটিতে পাঠানো রোভার্স যান থেকে এইচডি ভিডিও ও তথ্য ওই যানকে চাঁদে পৌঁছে দেওয়া স্পেস ক্র্যাফটের বেস স্টেশনকে পাঠানো সম্ভব হবে বলে জানা গিয়েছে।
সত্যিই ভোডাফোন এই প্রোজেক্টে সফল হলে তা নিঃসন্দেহে টেকনোলজির জগতে এক যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হবে।
এবেলা