শনিবার , ৩ মার্চ ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে কীটনাশকের দোকানে আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

Paris
মার্চ ৩, ২০১৮ ১:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ভাঙাব্রীজ নামক এলাকায় মেসার্স মুন্তনাজ এন্ড সন্স নামের একটি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেসার্স মুন্তাজ এন্ড সন্স নামের দোকানের প্রোপ্রাইটর মুনিরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে দোকানে থাকা কীটনাশক সার, একটি পালসা মোটরসাইকেল, ডিজেল তেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় তার দোকানে থাকা রড, সিমেন্ট ও ঢেউটিনসহ বিভিন্ন উপকরণের ব্যাপক ক্ষতি হয়।

তিনি দাবি করেন, এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল মজিদ আকন্দ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। অগ্নিকাণ্ডে দোকানে প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর