মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দাঁড়িয়ে থাকা লরিতে ট্রাকের ধাক্কা, নিহত ২

Paris
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১:১১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লরিচালক আবুল কাসেম (৫৮), ফেনী পৌর এলাকার বাসিন্দা এবং তার সহকারী আবুল কাসেম (৬৫), বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

জোড়ারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, সকাল ৬টার দিকে তেলবাহী লরিটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে বড় কমলদহ এলাকায় পৌঁছার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও তার সহকারী লরির সামনে দাঁড়িয়ে মেরামত শুরু করেন। এ সময় চট্টগ্রামগামী মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা লরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন লরিচালকের ছেলে আহত আবু সাঈদ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন বলে জানান এসআই।

সর্বশেষ - জাতীয়