বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বর্তমান সরকার কৃষকদের স্বয়ংসম্পূর্ন করতে সুবিধা দিচ্ছে: এমপি কালাম (ভিডিওসহ)

Paris
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার কৃষকদের স্বয়ং সম্পূর্ন করতে বিভিন্ন রকমের সুবিধা দিয়ে যাচ্ছে। ভুর্তকির পাশাপাশি নগদ সহায়তা দিয়ে কৃষকদের স্বাবলম্বি করে গড়ে তুলছে।

এরই অংশ হিসেবে লালপুর-বাগাতিপাড়ার কৃষকরা যাতে সকল ধরনের ফসল উৎপাদন করতে পারে সেজন্যই আমি কাজ করে যাচ্ছি। আগামী দিনে লালপুর-বাগাতিপাড়ার কৃষকরা যাতে কৃষি পণ্য উৎপাদন করে স্বাবলম্বি হতে পারে সেজন্যই তাদেরকে সকল সহযোগিতা করা হচ্ছে।

মুগ ডাল এবং তিল চাষ বাড়াতে নাটোরের লালপুরে আড়াই শতাধিক কৃষকের মাঝে মুগ ডাল, তিল বীজ এবং সার বিতরণ করা হয়েছে। ২০১৭-১৮ মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ এবং সার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

উপজেলা কৃষি বিভাগের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উপজেলার দুই শতাধিক কৃষকের প্রত্যেককে ৫কেজি মুগ ডালবীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং অর্ধশত কৃষককে ১কেজি তিল বীজ এবং ১০ কেজি করে বিনামুল্যে সার দেয়া হয়।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর