মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কখনো বাংলা আবার হিন্দী: অজ্ঞাত বৃদ্ধের কাণ্ডে দিশেহারা চিকিৎসক

Paris
জানুয়ারি ১৬, ২০১৮ ৮:৪৭ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
নাম কি? জানিনা, বাড়ি কোথায়? বাড়ি নাই, থাকেন কই? আম গাছে, খান কি? যা পায়, উঠে বসেন, বল নাই, এমন আবল-তাবল বকে চলেছে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থকমপ্লেক্রে ভর্তি হওয়া এক অজ্ঞাত বৃদ্ধ।

ঠিকানাহীন এই বৃদ্ধের কাণ্ডে দিশেহারা হয়ে পড়েছে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা। ভর্তির পর থেকে স্বাস্থ কমপ্লেক্সের বিছানায় মল-মূত্র ত্যাগ করে আর আবল-তাবল বকনী সইতে হচ্ছে চিকিৎসকদের। কখনো বাংলা ভাষায়, আবার কখনো হিন্দী ভাষায়, এমন বকাবকী করে চলেছে অজ্ঞাত এই বৃদ্ধ (৬০)।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) স্বাস্থ কমপ্লেক্সের ওয়ার্ড থেকে রেবিয়ে এসে, বাইরে আম গাছের নিচে শুয়ে আছে এই বৃদ্ধ। চিকিৎসকরা ধরে এনে বেডে শুয়ে দিলে কিছুক্ষণ পর ফের বাইরে গিয়ে আবার গাছ তলায় শুয়ে থাকছে।

জানা যায়, গত ১০ দিন আগে উপজেলার পদ্মার মধ্যে পলাশী ফতেপুর এলাকার এক গম ক্ষেত থাকতো এই বৃদ্ধ। শীতের তীব্রতায় ধীরে ধীরে অসুস্থ্য হয়ে পড়ে। সোমবার (১৫ জানুয়ারী) স্থানীয় চেয়ারম্যান আজিজুল আযম পুলিশের সহযোগিতা নিয়ে গম ক্ষেত থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করে। তারপর থেকে এই বৃদ্ধ শুরু করে এমন আচারণ।

পদ্মার চরের মধ্যে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার আজিজুল আযম জানান, গত এক সপ্তাহ আগে জানতে পারি এক পাগল মল-মূত্র ত্যাগ করে অপরিচ্ছন্ন অবস্থায় গম ক্ষেতে শুয়ে আছে। ওই গম ক্ষেতে গিয়ে তার নাম জিজ্ঞাসা করলে বলে ফজুলু। বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার এরশাদ নগর গ্রামে। পরিবারে অন্যান্য সদস্যদের নাম জানতে চাইলে শুধু ভাতিজার নাম গনি বলে, আর কোন প্রশ্নের উত্তর দেয়নি।

পরে অনেক চেষ্টা করেও তার কোন ঠিকানার সন্ধান করতে না পেরে, স্থানীয় পুলিশকে অবগত করে পরিস্কার পরিচ্ছন্ন করে বাঘা উপজেলা স্বাস্থকমপ্লেক্রে ভর্তি করি। তার দাড়ি-মুচ অনেক বড় বড় থাকায় নাপিত ডেকে ছেটে নেয়া হয়।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর