সোমবার , ১ জানুয়ারি ২০১৮ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিগগির ডিজিটাল জব পোর্টাল চালু করা হবে : পলক

Paris
জানুয়ারি ১, ২০১৮ ১২:১৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিগগির একটি ডিজিটাল জব পোর্টাল চালু করা হবে। আমরা চাকরি মেলার সঙ্গে সঙ্গে একটি ডিজিটাল জব পোর্টাল চালু করব।

যেখানে প্রতিদিন জব ফেয়ারের সুবিধা পাবেন। তবে এজন্য কাউকে কোম্পানির দ্বারে দ্বারে ঘুরতে হবে না।

আজ সোমবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিবন্ধীতা অজেয় নয়, একটু সহযোগিতা করলে তারাও এই পৃথিবীটাকে বদলে দিতে পারে।

পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের চেতনাকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধায়নে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, বিসিসি’র পরিচালক এনামুল কবির এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি