বুধবার , ২৫ অক্টোবর ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে বিজ্ঞান শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

Paris
অক্টোবর ২৫, ২০১৭ ৬:১৫ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে বিজ্ঞান শিক্ষা উন্নয়নে মেধাবী ছাত্রীদের বৃত্তির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে “মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন” প্রকল্পের অধীনে প্রতীচী ট্রাস্ট (বাংলাদেশ) এর আর্থিক সহযোগিতায় ৫ জন শিক্ষার্থীর মাঝে এ চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-ঢাকার সমন্বয়ে এবং সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে এ চেক বিতরণ করা হয়।

এ সময় গোদাগাড়ী উপজেলার ২য় ব্যাচের ১ম বছরের ৫ জন মেধাবী বিজ্ঞান বিভাগের ছাত্রীকে জন প্রতি ২,০৫৫ টাকা করে বৃত্তির চেক প্রদান করা হয়।

২য় ব্যাচের শিক্ষার্থীরা হলো রাজাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের আইনুন নাহার, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়ের জাকিয়া সুলতানা, সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের জেসমিন আক্তার, আফজী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিশাখা ইসলাম দিয়া ও মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাফিজা জিন্নাহ। তারা এই অর্থ দিয়ে বিজ্ঞান উপকরণ, ক্যালকুলেটর, প্র্যাকটিক্যাল খাতা, পরীক্ষার রেজিষ্ট্রেশন ইত্যাদি কাজে ব্যয় করবে।

চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসহাক।

আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: সানোয়ার হোসেন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী, গোদাগাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, সিসিবিভিওর প্রশিক্ষণ সমন্বয়কারী মো: আরিফ, প্রকল্প সমন্বয়কারী নিরাবুল ইসলাম নিরব, সহকারী প্রকল্প সমন্বয়কারী ইমরুল সাদাত, মাহাবুব হোসাইন, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, ওমর আলী ও নজরুল ইসলাম।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর