বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চ্যাম্পিয়ন লেস্টারে মাহরেজের চুক্তি নবায়ন

Paris
আগস্ট ১৮, ২০১৬ ১:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে বাঘা বাঘা প্রতিক্ষকে পেছনে ফেলে শিরোপা জিতে নিয়েছে লেস্টার সিটি। শিরোপা জিতে নজির গড়ার পর এবারের মৌসুম নিয়েও আশাবাদী দলটি।

কিন্তু নতুন মৌসুমের শুরুর ম্যাচটিই হার দিয়ে শুরু করেছে লেস্টার সিটি।দুর্বলতা কাটাতে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই নিজেদের গুছিয়ে নিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি। তাই  আর্সেনালের নজরে থাকা রিয়াদ মাহরেজের সঙ্গে আরও চার বছরের জন্য চুক্তি সম্পন্ন করেছে লেস্টার সিটি।

গতবার লেস্টারের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইংলিশ লিগে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন মাহরেজ। তাই আলজেরিয়ান এই উইঙ্গারের উপর নজর পড়েছে আর্সেনালসহ ইংলিশ লিগের বেশ কিছু ক্লাবের। কিন্তু লেস্টারের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ায় এই ক্লাবটির সঙ্গে ২০২০ সাল পর্যন্ত দেখা যাবে ২৫ বছর বয়সি এই তারকাকে।

নতুন চুক্তি নিয়ে এক অফিসিয়াল বিবৃতিতে লেস্টার সিটি জানায়, ‘লেস্টার সিটি ফুটবল ক্লাব খুব আনন্দের সঙ্গে জানাচ্ছে যে নতুন চুক্তিতে সই করেছেন মাহরেজ। ফক্সদের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত থাকার জন্য একমত হয়েছেন তিনি।’

 

 

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা