শুক্রবার , ৭ জুলাই ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মডেল বানানোর কথা বলে ২ তরুণীকে ধর্ষণ, নিরাপত্তাকর্মী গ্রেফতার

Paris
জুলাই ৭, ২০১৭ ১১:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: সাভারে মডেল বানানোর প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে একটি কলেজের অফিস রুমে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে পৌরসভার সোবহানবাগ এলাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ের পাশের ভবন লিজেন্ড কলেজের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই দুই তরুণীকে উদ্ধার করেছে। এ ঘটনায় ঘটনাস্থল ভবনের দুই নিরাপত্তাকর্মীসহ তিন জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার এক তরুণী। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

ধর্ষণের শিকার দুই তরুণীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন মাস আগে সাভার পৌর এলাকার ডিবি পুলিশের সোর্স লিটন আলী মণ্ডল নামের এক যুবকের সাথে পরিচয় হয় গাজীপুরের কোনাবাড়ী এলাকার ওই দুই তরুণীর। তাদেরকে মোবাইল ফোনের মডেল বানানোর কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারে ডেকে আনে লিটন। রাত ৯টার দিকে লিটন ও তার দুর্বৃত্ত বন্ধু ওই দুই তরুণীকে ডিবি কার্যালয়ের পাশের ভবন লিজেন্ড কলেজের অফিস রুমে নিয়ে যায়। এসময় তারা দুই তরুণীকে অস্ত্রের মুখে জিম্মি করে পর্যায়ক্রমে রাতভর ধর্ষণ করে।

ভোরের দিকে দুই তরুণীর চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা বাড়ির ভেতরে ঢুকে দুই তরুণীকে উদ্ধার করে। এসময় লিটন ও তার বন্ধু পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি। খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা দুই তরুণীকে উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। এছাড়া, ওই বাড়ির দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজানকেও আটক করে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার বিকালে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন এক তরুণী। মামলায় দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজান এবং ডিবি পুলিশের সোর্স লিটনকে আসামি করা হয়।

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, ‘মামলার তিন আসামির মধ্যে বাড়ির দুই নিরাপত্তাকর্মী গ্রেফতার রয়েছে। বাকি আসামিকেও গ্রেফতার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।’

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানিয়েছেন, দুই তরুণীকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি