শুক্রবার , ৯ জুন ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তিন সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Paris
জুন ৯, ২০১৭ ৪:৫৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর তুরাগের একটি বাসার ভেতর থেকে তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তুরাগের কাইলারটেক এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিন সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহবুবে-ই-খোদা এই তথ্য নিশ্চিত করেন।
তারা হলেন- রেহেনা পারভীন (৪০), তার বড় মেয়ে শান্তা (১৩), ছোট মেয়ে শেফা (৮) ও  আট মাসের ছেলে সাদ।
তাদের বাবার নাম মোস্তফা কামাল।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় মোস্তফা কামাল বাসায় ছিলেন না বলে পুলিশের কাছে দাবি করেছেন।

ওই নারীর স্বামীকে উদ্ধৃত করে ওসি মাহবুবে-ই-খোদা বলেন, ‘মোস্তফা কামাল ওই এলাকায় একটা সমিতির ব্যবসা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। রাত সোয়া ১২ টার দিকে ফিরে বাসা অন্ধকার দেখতে পান। এরপর দরজা খুলে তিনি দেখতে পান স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছে, বড় মেয়ের হাত-পা বাঁধা। তিন সন্তানের লাশ খাটের ওপর পরে আছে। তার আর্ত চিৎকারে স্থানীয়রা থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে আমরা (পুলিশ) আসি।’
এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই কিছু বোঝা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত হলে জানা যাবে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছি।’

সর্বশেষ - জাতীয়