মঙ্গলবার , ৯ আগস্ট ২০১৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় সড়ক দূর্ঘটনায় আহত মামুনের মৃত্যু

Paris
আগস্ট ৯, ২০১৬ ৭:২৩ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সড়ক দূর্ঘটনায় আহত মামুন হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ৯দিন পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মৃত্যু হয়েছে।
গত ৩১ জুলাই রাত ১০টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া মহল্লার অবসর প্রাপ্ত বিজিবি সদস্য আমিরুল ইসলামের সিঙ্গাপুর ফেরত ছেলে মিজানুর রহমান সুইট (২২) ও একই মহল্লার আসাদ হোসেনের ছেলে মামুন হোসেন (২৩) মোটরসাইকেল নিয়ে চারঘাট থেকে বাঘার দিকে আসছিল। এ সময় তারা মোটরসাইকেল নিয়ে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া পুলিশ ফাঁড়ির বাঁকে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে ঘটনাস্থলে সুইটের মৃত্যু হয়।

 
গুরুতর আহত অবস্থায় মামুন হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ৯দিনপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টায় তার মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে নিহত মামুনের চাচা অধ্যক্ষ সাহাবাজ আলী সিল্কসিটি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর