শুক্রবার , ২৮ এপ্রিল ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ধোনিবিহীন স্বপ্নের আইপিএল দল- সৌরভের অস্বীকার

Paris
এপ্রিল ২৮, ২০১৭ ৩:০৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই স্বপ্নের আইপিএল দল বাছাই করেছেন সৌরভ গাঙ্গুলি-এমন খবর কাল বেশ কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ ধোনিবিহীন স্বপ্নের আইপিএল দল বাছাইয়ের কথা অস্বীকার করে বলেছেন, এমন কোনো দলই তিনি দেননি।

কদিন আগে অবশ্য টি-টোয়েন্টিতে ধোনির পারফরম্যান্স ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌরভ। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি নিশ্চিত নই ধোনি কতটা ভালো টি-টোয়েন্টি খেলোয়াড়। ও চ্যাম্পিয়ন ওয়ানডে খেলোয়াড়। কিন্তু যখন টি-টোয়েন্টির কথা আসে, তখন গত ১০ বছরে ও মাত্র একটিই হাফ সেঞ্চুরি করতে পেরেছে। যেটা সেরাদের রেকর্ড নয়।’

এরপরই কাল সংবাদমাধ্যমে খবর আসে, ধোনিকে ছাড়াই স্বপ্নের আইপিএল দল বাছাই করেছেন সৌরভ। যে দলে ধোনি জায়গা না পেলেও আছেন স্টিভেন স্মিথ। ধোনিকে সরিয়ে এবারের আইপিএলের শুরুতে যার কাঁধে তুলে দেওয়া হয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টের নেতৃত্ব। এমনকি দলে জায়গা পেয়েছেন তরুণ উইকেটকিপার ঋষভ পন্ত।

কাল সৌরভের এমন আইপিএল দল বাছাইয়ের খবর শুনে ধোনির ভক্তরা বেশ বিরক্তই হয়েছিলেন। রাতেই সৌরভ বিষয়টি পরিষ্কার করে জানান, এমন কোনো দল তিনি দেননি। সৌরভ টুইট করেন, ‘আমার নাম দিয়ে আইপিএলের ফ্যান্টাসি দল দেখলাম। ওটা আমার টুইটার অ্যাকাউন্ট নয়, দলও আমার নয়। ওটা ভুয়া। আমি কোনো ফ্যান্টাসি লিগে অংশ নিইনি।’

যেমন ছিল সেই দল:
বিরাট কোহলি, গৌতম গম্ভীর, স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, নিতিশ রানা, মনিশ পান্ডে, ঋষভ পন্ত, সুনীল নারিন, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, ক্রিস মরিস।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা