শুক্রবার , ২৮ এপ্রিল ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোহলিদের আরেকটি হার

Paris
এপ্রিল ২৮, ২০১৭ ১:০১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগে ভাগেই আইপিএল মিশন শেষ করতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে! বাজে ব্যাটিংয়ের বৃত্ত থেকে বের হতে না পারায় আরও একটি হার নিয়ে তলানীর দিকে চলে গেলো বিরাট কোহলির দল। গুজরাট লায়ন্সের কাছে বৃহস্পতিবার ৭ উইকেটে হেরে গেছে বেঙ্গালুরু।

 

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে যায় বেঙ্গালুরু। ২২ রানেই একে একে ফেরেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি, ক্রিস গেইল ও ট্র্যাভিস হেড। কোহলিকে ওভারের শেষ বলে ফিরিয়ে যার শুরু করেন থাম্পি। নিজের ওভারের শুরুর দুই বলে গেইল ও হেডকে ফিরিয়ে চমক সৃষ্টি করেন টাই। সেই শুরু, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৪ রানেই গুটিয়ে যায় কোহলিরা। কেদার যাব ৩১ ও পাওয়ান নেগির ৩২ ছাড়া আর কেউই সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি! যার ফল ভুগতে হয়েছে বেঙ্গালুরুকে।

 

গুজরাটের পক্ষে একাই ৩ উইকেট নেন অ্যান্ড্রু টাই। দুটি নেন রবিন্দ্র জাদেজা। জবাবে খেলতে নেমে ধসের মুখে পড়তে বসেছিল গুজরাট। ২৩ রানেই ফিরে যান ইশান কিশান ও ম্যাককালাম। যদিও ফিঞ্চের ৩৪ বলের ৭২ রানের ঝড়ো ইনিংসে আর বিপদে পড়তে হয়নি রায়নাদের। ফিঞ্চ ৫টি চার ৬টি ছক্কা মেরে বিদায় নিলেও ৩৪ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সুরেশ রায়না। তাদের জয়টা আসে ১৩.৫ ওভারে।

 

বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন স্যামুয়েল বদ্রি। শুরুর দুটি উইকেটই নেন তিনি। ম্যাচসেরা হন গুজরাটের তারকা টাই।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা