বুধবার , ২৬ এপ্রিল ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Paris
এপ্রিল ২৬, ২০১৭ ১২:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হোড়গাঁতিতে দু’টি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই দুই জন নিহত হন। মাছবোঝাই ট্রাকের চালকসহ আরও তিন আরোহী আহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর আরও একজনের মৃত্যু হয়। গুরতর আহত বাকি দুইজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ওই স্থানে আগে থেকেই দাঁড়িয়েছিল। একই দিকে যাওয়ার সময় আরেকটি মাছ বোঝাই ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা এই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যান। নিহত একজনের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় এবং অন্যজনের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। ট্রাক দু’টি জব্দ করেছে পুলিশ।

সূত্র:বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়