শনিবার , ২২ এপ্রিল ২০১৭ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কাতার সফর করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Paris
এপ্রিল ২২, ২০১৭ ১১:৪৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম মাট্টিস উপসাগরীয় রাষ্ট্র কাতারের নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মধ্যপ্রাচ্যের মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী জানান, দোহায় আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে শনিবারের ওই বৈঠকে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হয়েছে।

এ সময় মাট্টিস কাতারের আমিরকে বলেন,  ‌‌‘সম্পর্ক কখনো ভালো। আমি আমাদের পক্ষ থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

আশা করা হচ্ছিল, তাদের আলোচনায় ইসলামি রাষ্ট্র ইরাক, সিরিয়া নিয়ে দ্বন্দ্ব এবং ইরানের আঞ্চলিক ভূমিকার বিষয়গুলো উঠে আসবে।
সৌদি আরব, মিশর এবং ইসরায়েলসহ তিনি দোহায় সফর করেন। আগামি রোববার তার জিবুতিতে যাওয়ার কথা আছে।

জেমস মাট্টিস আল-উয়েডিড বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সৈন্য রয়েছে।

উপসাগরীয় এলাকার দেশগুলোর সঙ্গে বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওয়াশিংটনের সম্পর্ক একেবারে নাজুক হয়ে পড়েছিল।  যে কারণে সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপের পাশাপাশি ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে সেনা মোতায়েনের সময় মাট্টিস বলেছিলেন, সিরিয়াতে যে রাসায়নিক অস্ত্র আছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

সিরিয়ায় সম্প্রতি রাসায়নিক হামলার পর মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সিরিয়ায় আইএস নির্মূল না করা পর্যন্ত মার্কিন অভিযান অব্যাহত থাকবে এবং সিরিয়া প্রসঙ্গে আমাদের সামরিক নীতির কোনো পরিবর্তন হবে না।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক