নারীর প্রতি সকল সহিংসতা বন্ধের আহবানে রাজশাহীতে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক:

আজ  সকাল ১১টায় এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভলপমেন্ট (এসিডি) এর আয়োজনে এবং দ্যা কার্টার সেন্টারের সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ এর অংশ হিসেবে বিশ^ মানবাধিকার দিবসের প্রাক্কালে রাজশাহী আলুপট্টি মোড় থেকে একটি র‌্যালী বের হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট এ গিয়ে শেষ হয়।

সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করি-এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও সামাজিক অনাচার প্রতিরোধে বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়।

র‌্যালী শুরুর পূর্বে নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান অংশগ্রহণকারীরা। নারীদের ওপর নির্যাতন বন্ধে সিডও সনদ বাস্তবায়ন ছাড়াও সামাজিকভাবে নারীর অধিকার রক্ষা ও নিরাপত্তা বিধানের দাবি জানান। পাশাপাশি, নারী নির্যাতন বন্ধে সরকারের জিরো টলারেন্স এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোতে নারীর নিরাপত্তা জোরদারেরও কথাও বলেন।

উল্লেখ্য ১৯৮১ সাল থেকে বিভিন্ন দেশের নারী অধিকার কর্মীরা ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করে আসছে। ১৯৯৩ সালে ভিয়েনা মানবাধিকার সম্মেলনে এ দিবসটিকে স্বীকৃতি দেয়া হয়। ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত ১৬ দিনের প্রচারণা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।

র‌্যালীতে এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল, প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল, প্রোগ্রাম অফিসার এসএম আহসানউল্লাহ সরকার, কৃষ্ণা বিশ^াস, জুলেখা খাতুন, নারী নেতৃ নিতু ইয়াসমিন, শিউলী খাতুন, জোনাকী রবিদাস, কাঞ্চনা রবিদাস, আইডি বাগান পাড়ার ইয়ূথ ফোরামের সদস্য শেফালী রবিদাসসহ অনেকেই র‌্যালীতে যোগদেন এবং র‌্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন। স/আর