চাঁপাইনবাবগঞ্জে ২৮ বোতল বিদেশি মদ ও ইয়াবাসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল আজ বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে ২৮ বোতল বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ছোট মরাপাগলা এলাকা থেকে আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলো, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে হারুন-অর রশীদ (৪৮) ও সদর আলীর ছেলে রুবেল আহমেদ (২১)।

এসময় তাদের নিকট থেকে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট দুটি মোবাইল সেটও উদ্ধার করা হয়।

র‌্যাব জাানয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ছোট মরাপাগলা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন প্রকার মাদকদ্রব্য কেনা-বেচার করার উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে মেজর মঞ্জুর মোর্শেদ এবং এএসপি মোঃ সহিদার রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এসময় ২৮ বোতল বিদেশী মদ ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।

স/আর