দেশকে উন্নয়নের মহানসড়কে প্রবেশ করিয়েছেন শেখ হাসিনার সরকার-এমপি দারা

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। বঙ্গবন্ধু সে পথ পাড়িও দিয়েছিলেন। কিন্তু এদেশের ক্ষমতালোভীরা বঙ্গবন্ধুসহ স্ব-পরিবারে হত্যা করে এদেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। তবে এদেশের মানুষ তা হতে দেয়নি। বঙ্গবন্ধুর কন্যা  সুযোগ্য উত্তরসুরী বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করে দলকে শক্তিশালী করেছেন। সেইসাথে এদেশের উন্নয়ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন।
সোমবার পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে পুঠিয়ায় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।
পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত নাজমা নাহার, রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শরীফ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলঅম রবি, পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তালুকদার, পুঠিয়া সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,  শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নারীদের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। যা ইতিহাসে স্বর্ণাক্ষরে  লেখা থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে এদেশকে সোনার বাংলা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। আগামী ২০৪০ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

স/আর