শনিবার , ৩ ডিসেম্বর ২০১৬ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তিস্তার ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী

Paris
ডিসেম্বর ৩, ২০১৬ ৪:৫৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী তিস্তার ন্যায্য পানি বণ্টনের ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন।

 

খুব শিগগির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। সেই সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে কোনো আলোচনা হবে কি না, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদী রয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গঙ্গা নদীর পানিচুক্তি বাস্তবায়ন করা হয়। এখন তিস্তার ব্যাপারে আলোচনা হচ্ছে। শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের ব্যাপারেও আলোচনা করি। আমি এ ব্যাপারে আশাবাদী। এর মধ্যেও এসব নদীর ড্রেজিং চলছে।’

 

‘তবে এ নিয়ে দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। তারাই এসব বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করছে’, যোগ করেন প্রধানমন্ত্রী।

সূত্র: এনটিভি

 

সর্বশেষ - জাতীয়