বৃহস্পতিবার , ২২ মার্চ ২০১৮ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় মেছো বাঘ’কে পিটিয়ে মারলো জনতা

Paris
মার্চ ২২, ২০১৮ ৯:০৫ অপরাহ্ণ

পুঠিয়া প্রতনিধি:

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে মেছো বাঘ’কে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি এলাকায় এ ঘটনা ঘটে।

বানেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গাজী সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করার পর চারিদিকে খবর ছড়িয়ে পড়লে বাঘটিকে এক পলক দেখার জন্য উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চেয়ারম্যান গাজী সুলতান সিল্কসিটি নিউজকে জানান, বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামের মৃত ইউনুসের ছেলে রহিম বৃহস্পতিবার দুপুরে তার পানের বরজে কাজ করছিলো। এসময় পানের বরজের ভেতরে মেছো বাঘটি দেখে বাঘ বাঘ বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে লাটিহাতে বাঘটিকে ধাওয়া দেয় । বাঘটি প্রাণ ভয়ে পার্শ্বের নারদ নদীতে ঝাঁপ দিয়ে নদী সাঁতরিয়ে কিনারে একটি বাড়িতে ওঠে।

এসময় বাড়িটি ঘিরে মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। হলুদ রঙ্গের মেছো বাঘটির গায়ের ওপর ডোরা কাটা কালো দাগ রয়েছে এবং হালকা বাদামি রঙ্গের ফোঁটা ফোঁটা চিহৃও রয়েছে। যদিও মেছো বাঘ মানুষের কোন ক্ষতি করেনা। এগুলো মানুষকে ভয় পায়।

স্থানীয় বয়জেষ্ঠ্য ব্যাক্তিরা জানান, আগে লোকালয়ে এগুলো প্রচুর দেখা মিলতো দিনে দিনে বন ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে যাওয়ায় এগুলো আর চোখে পড়ে না।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জানান, বিষয়টি শোনা মাত্র উপজেলা বন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে বন কর্মকর্তা সাকিক হায়দার কোন ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর