উত্তরা গণভবনের গাছ কর্তন: মামলা হলো শুধু ঠিকাদারের নামে

নিজস্ব প্রতিবেদক,নাটোর:

অবশেষে গণপুর্ত বিভাগের প্রকৌশলীসহ ৫ কর্মকর্তাকে বাদ দিয়ে শুধু মাত্র ঠিকাদার সোহেল ফয়সালের বিরুদ্ধে মামলা দায়ের করলো জেলা প্রশাসন।শুক্রবার রাতে জেলা প্রশাসনের সহকারি নাজির মো: মমতাজ আলী বাদি হয়ে নাটোর সদর থানায় সোহেল ফয়সালের নামে মামলা করেন।

এব্যাপারে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ সিকদার মশিউর রহমান বলেন,গণভবনের গাছ কাটার ঘটনায় অভিযোগ পেয়েছেন।আসামী সোহেল ফয়সালকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

গণপুর্ত বিভাগের প্রকৌশলী মশিউর রহমান আর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজোসে ঠিকাদার সোহেল ফয়সাল টেন্ডারের চাইতে অতিরিক্ত ১০৯২ ঘনফুট কাঠ আর ১৪২ ঘনফুট জ্বালানীর কেটে নিয়েছে।তদন্ত কমিটির অনুসদ্ধানে মিলেছে সেই প্রমাণ। পরে তদন্ত প্রতিবেদন উর্দ্ধতন কতৃপক্ষের মতামতের জন্য পাঠান জেলা প্রশাসন।

বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রনালয় অভিযুক্ত ঠিকাদার সোহেল ফয়সালের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়।তবে গণপুর্ত বিভাগের নির্বাহি প্রকৌশলীসহ ৫ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করার না করায় ক্ষোভ জানিয়েছেন নাটোরের সাধারণ মানুষ।

স/শ